কবর কি?
কবর হলো মৃত মানুষকে মাটিতে পুতেঁ রাখার গর্ত (শায়িত করা)! মৃত্যুর পর থেকে পুনরুত্থান (কিয়ামত) পর্যন্ত সময়কে কবরের জীবন বলা হয়! এর অপর নাম হল বারযাখ! এ প্রসঙ্গে মহান আল্লাহ তায়ালা বলেন: আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত!
{সূরা আল-মুমিনুন,আয়াত ১০০}
কবর বিষয়ক আল কোরআনের আয়াতসমূহঃ
কবরের জীবন সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে আনেকগুলো আয়াত নাযিল করেছেন! নিচে কবর সম্পর্কে কিছু কোরআনের আয়াত বাংলা অর্থসহ দেওয়া হলঃ
● আর তাদের মধ্যে যে মারা গিয়েছে, তার উপর আপনি জানাযার সালাত পড়বেন না এবং তাদের কবরের পাশে দন্ডায়মান হবেন না! নিশ্চয় তারা আল্লাহ ও তাঁর রাসূলকে অস্বীকার করেছে এবং ফাসেক অবস্থায় তাদের মৃত্যু হয়েছে!
{সূরা আত-তাওবা: আয়াত নং ৮৪}
● আর কিয়ামত আসবেই; এ ব্যাপারে কোন সন্দেহ নেই এবং যারা কবরে আছে, নিশ্চয়ই আল্লাহ তাদের পুনরুত্থিত করবেন!
{সূরা আল-হজ্জ: আয়াত নং ০৭}
● আর সমান নয় জীবিত ও মৃত! নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা শ্রবণ করান; কিন্তু যে ব্যক্তি কবরে আছে তাকে তুমি শুনাতে পারবে না!
{সূরা ফাতির: আয়াত নং ২২}
● হে ঈমানদারগণ! তোমরা এমন সম্প্রদায়ের সঙ্গে বন্ধুত্ব করো না যাদের প্রতি আল্লাহ রাগান্বিত হয়েছেন! তারা তো আখিরাত সম্পর্কে নিরাশ হয়ে পড়েছে, যেমন কাফিররা কবরবাসীদের সম্পর্কে নিরাশ হয়েছে!
{সূরা আল মুমতাহিনা: আয়াত নং ১৩}
● আল্লাহ তাকে কোন বস্তু হতে সৃষ্টি করেছেন? শুক্র বিন্দু থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন! অতঃপর তাকে সুগঠিত করেছেন! তারপর তিনি (উপায়-উপকরণ ও প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দিয়ে জীবনে চলার জন্য) তার পথ সহজ করে দিয়েছেন! অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন! এরপর যখন তিনি ইচ্ছা করবেন, তাকে পুনরুজ্জীবিত করবেন!
{সূরা আবাসা: আয়াত নং ১৮-২২}
● আর যখন কবরগুলো উন্মোচিত হবে! তখন প্রত্যেকে জানতে পারবে, সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে!
{সূরা আল-ইনফিতার: আয়াত নং ০৪-০৫}
● তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে? আর অন্তরে যা (কিছু লুকানো) আছে তা প্রকাশিত হবে! নিশ্চয় তোমার রব সেদিন তাদের সম্পর্কে পুরোপুরি অবহিত থাকবেন!
{আল-আদিয়াত: আয়াত নং ০৯-১১}
রেফারেন্সঃ
● কোরআনের আয়াত নং ও বাংলা অর্থ বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে!
● কন্টেন্ট সমূহ বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে এবং পর্যায়ক্রমিক ভাবে সাজানো হয়েছে!
Tags:
Islamic-Articles