কবর কি? কবর বিষয়ক আল কোরআনের আয়াতসমূহ

কবর

কবর কি?

কবর হলো মৃত মানুষকে মাটিতে পুতেঁ রাখার গর্ত (শায়িত করা)! মৃত্যুর পর থেকে পুনরুত্থান (কিয়ামত) পর্যন্ত সময়কে কবরের জীবন বলা হয়! এর অপর নাম হল বারযাখ! এ প্রসঙ্গে মহান আল্লাহ তায়ালা বলেন: আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত! 
{সূরা আল-মুমিনুন,আয়াত ১০০}

কবর বিষয়ক আল কোরআনের আয়াতসমূহঃ

কবরের জীবন সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে আনেকগুলো আয়াত নাযিল করেছেন! নিচে কবর সম্পর্কে কিছু কোরআনের আয়াত বাংলা অর্থসহ দেওয়া হলঃ

● আর তাদের মধ্যে যে মারা গিয়েছে, তার উপর আপনি জানাযার সালাত পড়বেন না এবং তাদের কবরের পাশে দন্ডায়মান হবেন না! নিশ্চয় তারা আল্লাহ ও তাঁর রাসূলকে অস্বীকার করেছে এবং ফাসেক অবস্থায় তাদের মৃত্যু হয়েছে!
{সূরা আত-তাওবা: আয়াত নং ৮৪}

● আর কিয়ামত আসবেই; এ ব্যাপারে কোন সন্দেহ নেই এবং যারা কবরে  আছে, নিশ্চয়ই আল্লাহ তাদের পুনরুত্থিত করবেন!
{সূরা আল-হজ্জ: আয়াত নং ০৭}

● আর সমান নয় জীবিত ও মৃত! নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা শ্রবণ করান; কিন্তু যে ব্যক্তি কবরে আছে তাকে তুমি শুনাতে পারবে না!
{সূরা ফাতির: আয়াত নং ২২}


● হে ঈমানদারগণ! তোমরা এমন সম্প্রদায়ের সঙ্গে বন্ধুত্ব করো না যাদের প্রতি আল্লাহ রাগান্বিত হয়েছেন! তারা তো আখিরাত সম্পর্কে নিরাশ হয়ে পড়েছে, যেমন কাফিররা কবরবাসীদের সম্পর্কে নিরাশ হয়েছে!
{সূরা আল মুমতাহিনা: আয়াত নং ১৩}

● আল্লাহ তাকে কোন বস্তু হতে সৃষ্টি করেছেন? শুক্র বিন্দু থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন! অতঃপর তাকে সুগঠিত করেছেন! তারপর তিনি (উপায়-উপকরণ ও প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দিয়ে জীবনে চলার জন্য) তার পথ সহজ করে দিয়েছেন! অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন! এরপর যখন তিনি ইচ্ছা করবেন, তাকে পুনরুজ্জীবিত করবেন!
{সূরা আবাসা: আয়াত নং ১৮-২২}

● আর যখন কবরগুলো উন্মোচিত হবে! তখন প্রত্যেকে জানতে পারবে, সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে!
{সূরা আল-ইনফিতার: আয়াত নং ০৪-০৫}

● তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে? আর অন্তরে যা (কিছু লুকানো) আছে তা প্রকাশিত হবে! নিশ্চয় তোমার রব সেদিন তাদের সম্পর্কে পুরোপুরি অবহিত থাকবেন!
{আল-আদিয়াত: আয়াত নং ০৯-১১}

রেফারেন্সঃ
● কোরআনের আয়াত নং ও বাংলা অর্থ বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে!
● কন্টেন্ট সমূহ বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে এবং পর্যায়ক্রমিক ভাবে সাজানো হয়েছে!

Post a Comment

Previous Post Next Post