অসুস্থ ব্যক্তির জন্য দোয়া বাংলা অর্থসহ

অসুস্থ ব্যক্তির জন্য দোয়া বাংলা অর্থসহ

অসুস্থ ব্যক্তির জন্য দোয়াঃ

আজ আমরা বাংলা উচ্চারণ ও অর্থসহ অসুস্থ ব্যক্তির জন্য দোয়া সম্পর্কে জানবো ইনশাআল্লাহ! দোয়াটি হলোঃ

اللَّهُمَّ اشْفِ عَبْدَكَ يَنْكُأْ لَكَ عَدُوًّا، أَوْ يَمْشِيَ لَكَ إِلَى صَلَاةٍ

উচ্চারণঃ আল্লাহুম্মাশফি আবদাকা ইয়ানকুঅ লাকা আদুয়্যান, আও ইয়ামশিয়া লাকা ইলা সালাহ!

অর্থঃ হে আল্লাহ, তুমি তোমার বান্দাকে সুস্থ করে দাও! যাতে সে তোমার শত্রুকে ক্ষতি করতে পারে অথবা তোমার দিকে (মসজিদে) নামাজ পড়তে যেতে পারে!

আরও পড়ুনঃ

ফজিলতঃ আব্দুল্লাহ ইবনু আমর (রা:) সূত্রে বর্ণিত; তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, কেউ কোনো রোগীকে দেখতে গেলে সে যেন বলে; হে আল্লাহ, আপনার বান্দাকে আরোগ্য দিন যাতে সে আপনার উদ্দেশ্যে শত্রুকে আঘাত করতে পারে এবং আপনার জন্য জানাযায় বা সালাতে শরীক হতে পারে!
{সুনান আবু দাউদ: সংখ্যা: ১৫০৪}

হে আল্লাহ, আমাদের সকলকে অসুস্থ ব্যক্তির জন্য দোয়াটি সঠিক সময়ে ও সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন! আমিন!!!

Post a Comment

Previous Post Next Post