দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা ও সময়ঃ
সালাতুল ফজরঃ
এর সময় হলো সুবহে সাদেকের পর থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত! {মুসলিমঃ ১৪৫৬, ৯৬৬}
| সালাতুল ফজরঃ | রাকাত সংখ্যাঃ | নামাজের গুরুত্বঃ |
|---|---|---|
| সুন্নাতে মুয়াক্কাদা | ২ রাকাত | পড়তে হবে! |
| ফরজ | ২ রাকাত | পড়তেই হবে! |
সালাতুল জোহরঃ
এর সময় শুরু হয় সূর্য মধ্য আসমান থেকে ঢলে পড়ার পর! প্রতিটি বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের ওয়াক্ত বিদ্যমান থাকে! অর্থাৎ ছায়া দ্বিগুণ হওয়ার পর জোহরের সময় শেষ হয়! {সহিহ বুখারিঃ ৭১৭, ৫০৬; মুসলিমঃ ৯৬৯}
তবে অন্য মাজহাব মতে, বস্তুর ছায়া তার সমপরিমাণ হলে জোহরের ওয়াক্ত শেষ হয়ে যায়! তাই এর আগেই জোহরের নামাজ পড়া উত্তম!
| সালাতুল জোহরঃ | রাকাত সংখ্যাঃ | নামাজের গুরুত্বঃ |
|---|---|---|
| সুন্নাতে মুয়াক্কাদা | ৪ রাকাত | পড়তে হবে! |
| ফরজ | ৪ রাকাত | পড়তেই হবে! |
| সুন্নাতে মুয়াক্কাদা | ২ রাকাত | পড়তে হবে! |
| নফল | ২ রাকাত | পড়লে ছাওয়াব! না পড়লে গুনাহ নাই! |
সালাতুল আসরঃ
এর সময় জোহরের সময় শেষ হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত! {সহিহ বুখারিঃ ৭১৭, ৫৪৫}
| সালাতুল আসরঃ | রাকাত সংখ্যাঃ | নামাজের গুরুত্বঃ |
|---|---|---|
| সুন্নাতে যায়েদাহ্ | ৪ রাকাত | পড়লে ছাওয়াব! না পড়লে গুনাহ নাই! |
| ফরজ | ৪ রাকাত | পড়তেই হবে! |
সালাতুল মাগরিবঃ
এর সময় হলো সূর্যাস্তের পর আকাশ থেকে লালিমা বিদায় নেওয়া পর্যন্ত! {মুসলিমঃ ৯৬৯; দারা কুতনিঃ ১০৬৬}
| সালাতুল মাগরিবঃ | রাকাত সংখ্যাঃ | নামাজের গুরুত্বঃ |
|---|---|---|
| ফরজ | ৩ রাকাত | পড়তেই হবে! |
| সুন্নাতে মুয়াক্কাদা | ২ রাকাত | পড়তে হবে! |
| নফল | ২ রাকাত | পড়লে ছাওয়াব! না পড়লে গুনাহ নাই! |
সালাতুল এশাঃ
এর সময় হলো আকাশের লালিমা বিদায় নেওয়ার পর থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত! {মুসলিমঃ ৯৬৯; সহিহ বুখারিঃ ৫০৮, ৫৩৮, ৯৬৯}
| সালাতুল এশাঃ | রাকাত সংখ্যাঃ | নামাজের গুরুত্বঃ |
|---|---|---|
| সুন্নাতে যায়েদাহ্ | ৪ রাকাত | পড়লে ছাওয়াব! না পড়লে গুনাহ নাই! |
| ফরজ | ৪ রাকাত | পড়তেই হবে! |
| সুন্নাতে মুয়াক্কাদা | ২ রাকাত | পড়তে হবে! |
| বিতর (ওয়াজিব) | ৩ রাকাত | পড়তেই হবে! |
| নফল | ২ রাকাত | পড়লে ছাওয়াব! না পড়লে গুনাহ নাই! |
হে আল্লাহ, সমগ্র মুসলিম উম্মাহকে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে যত্নবান হওয়ার এবং সময়মত আদায় করার তাওফিক দান করুন! আমিন🤲
Tags:
Salat-Namaz
